Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ক্যাটাগরির ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২০:১৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২০:১৬

তিন দেশ থেকে তিন ক্যাটাগরির সার আমদানি করবে সরকার – (প্রতীকী ও ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: রাশিয়া, মরক্কো ও কানাডা থেকে তিন ক্যাটাগরির ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার। এছাড়া চলতি অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সারও কেনা হবে। বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৯৩ কোটি ৮৪ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র সভায় সার কেনা সংক্রান্ত পৃথক ৭টি প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানানো হয়, রাশিয়ার প্রুডিনটর্গ থেকে প্রতি মেট্রিক টন ৩৬১ ডলার দরে ১ম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকা; মরক্কো’র ওসিপি নিউট্রিক্রপস থেকে প্রতি মেট্রিক টন ৭৮২.৬৭ ডলার দরে ২য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ৩৮৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা; মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে প্রতি মেট্রিক টন ৫৮৪.৬৭ ডলার দরে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে ২১৫ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকা; মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে প্রতি মেট্রিক টন ৫৮৪.৬৭ ডলার দরে ৩য় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে ২১৫ কোটি ৪ লাখ ১৬ হাজার টাকা; কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে প্রতি মেট্রিক টন ৩৬১ ডলার দরে থেকে ৪র্থ লটে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ১৭৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকা এবং কানাডার একই প্রতিষ্ঠান থেকে প্রতি মেট্রিক টন ৩৬১ ডলার দরে ৫ম লটে ৪০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় হবে।

বিজ্ঞাপন

এছাড়া কাফকো থেকে প্রতি মেট্রিক টন ৪৬০.৬২৫ ডলার দরে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার ক্রয়ে বাংলাদেশি মুদ্রায় ১৬৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা ব্যয় হবে।

বৈঠকে শেষে জানানো হয়, সার ক্রয়ের বাইরে ১৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত-এর প্রতিষ্ঠান মেসার্স জেনট্রেড এফজেডই এটি সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৩৬৯ ডলার দরে এতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় ৭১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার টাকা।

সারাবাংলা/আরএস

ক্রয় কমিটি সার আমদানি