Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাভোগ শেষে ভারতে আটক ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২১:১২ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২২:০৩

কারাভোগ শেষে ভারত ফেরত ৩৯ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: ভারতে বিভিন্ন সময়ে আটক হয়ে কারাভোগ শেষে ৩৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর কাজীপুর বিওপি সংলগ্ন সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছেন।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক মো. মাহবুব মুর্শেদ রহমান বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএসএফের ১১ ব্যাটালিয়নের গান্দিনা কোম্পানি কমান্ডারের পাঠানো প্রস্তাব এবং নাম-ঠিকানা যাচাইয়ের মাধ্যমে তাদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় প্রশাসন তাদের আটক করে এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠায়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার সহকারী ভূমি কমিশনার সাদ্দাম হোসেন, গাংনী থানার ওসি বানী ঈসরাইল, বিজিবির কাজীপুর বিওপির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নাঃ সুবেদার আসাবুর রহমানসহ অনেকে। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার এসি সুনিল।

ফেরত আসা ৩৯ বাংলাদেশিকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মেহেরপুরের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানায় বিজিবি। এছাড়া সীমান্ত নিরাপত্তা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এসএস

আটক কারাভোগ দেশে ফেরত বাংলাদেশি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর