Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর বিভাজন থাকলে ফ্যাসিবাদ পুনরায় উত্থান ঘটতে পারে : তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২১:১৩ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২১:১৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে দেশের জনগণ দীর্ঘসময় পর তাদের গণতান্ত্রিক অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারবে। এসময় রাজনৈতিক দলগুলো যদি নিজদের মধ্যে দূরত্ব বজায় রাখে, তাহলে দেশে ফ্যাসিবাদ আবার জেগে উঠতে পারে। গণতন্ত্র রক্ষায়, জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করতে হবে।’

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী না করতে পারলে রাষ্ট্র ও সরকারকে শক্তিশালী করা সম্ভব নয়। গণতন্ত্রের জন্য জনগণের সরাসরি ভোট নিশ্চিত করতে হবে। নানা শর্ত আরোপ করে ভোটাধিকার হরণ করলে গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হবে বলেও সতর্ক করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “সেই সময়ে স্বেচ্ছাসেবক দল জনগণের পাশেই ছিল, গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছিল। আমি আশা করি, তাদের আগামী দিনের সকল কর্মসূচি সফলভাবে পালন হবে।”

বিএনপির ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, “আগামী দিনের রাজনীতি হবে জনগণের রাজনীতির ভিত্তিতে। জনগণের জীবনমান উন্নয়ন, দেশের ভেতরে ও বাইরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। শুধু কর্মসংস্থান নয়, শিক্ষা ও উন্নয়নের জন্যও নতুন কিছু পদ্ধতি গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিব আহসান। সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনিক সম্পাদক নাজমুল আহসান এবং শোক প্রস্তাব দেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।

এছাড়া ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ হোসন, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এসআর

তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর