ঢাকা: প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলেও ভোটার হতে পারবে প্রবাসীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম সহজ করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে ইসি। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।’
প্রবাসীদের ভোটার হতে যে চারটি তথ্য দিতে হবে সেগুলো হলো: বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হয়।
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রবাসীরা ভোটার হতে পারবে
স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২২:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০০:৫৫
১৯ আগস্ট ২০২৫ ২২:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০০:৫৫
সারাবাংলা/এনএল/এসএস