Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রবাসীরা ভোটার হতে পারবে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২২:০১

বাংলাদেশ নির্বাচন কমিশন

‎ঢাকা: ‎প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হলেও ভোটার হতে পারবে প্রবাসীরা।

‎মঙ্গলবার (১৯ আগস্ট) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য ভোটার কার্যক্রম সহজ করতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। বর্তমানের নয়টি দেশের ১৬টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে ইসি। এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।’

‎প্রবাসীদের ভোটার হতে যে চারটি তথ্য দিতে হবে সেগুলো হলো: বিদেশে বসে ভোটার হওয়ার জন্য অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (ফরম-২(ক), বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হয়।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসএস

পাসপোর্ট প্রবাসী ভোটার মেয়াদোত্তীর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর