Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে পাকিস্তানের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২২:২৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০০:৫৩

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন পাকিস্তান হাইকমিশনার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নতুন হাইকমিশনার পাঠিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (১৯ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। তিনি সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে সরিয়ে নেয়ার পর নতুন দায়িত্ব পালন পেলেন।

ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে হাইকমিশনার পাকিস্তানের নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানান।

ইমরান হায়দার বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে। পারস্পরিক স্বার্থে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে পাকিস্তান আগ্রহী।

বিজ্ঞাপন

ইমরান হায়দারকে অভিনন্দন জানিয়ে কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি বাংলাদেশে তার মেয়াদে সফলতা কামনা করেন।

এর আগে মিয়ানমারে পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান হায়দার। ঢাকায় তিনি সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন। মারুফ ২০২৩ সালের ডিসেম্বরে বাংলাদেশে দায়িত্ব নিয়েছিলেন। প্রায় দেড় বছর পর গত মে মাসে তাকে হঠাৎ ইসলামাবাদে ফিরিয়ে নেওয়া হয়। তখন তিনি দুই সপ্তাহের ছুটিতে ঢাকা ত্যাগ করায় কূটনৈতিক অঙ্গনে নানান আলোচনা-সমালোচনা দেখা দেয়।

সারাবাংলা/একে/এসএস

পরিচয়পত্র পাকিস্তান পেশ রাষ্ট্রপতি হাইকমিশনার