Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২৩:২৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০০:৫১

ঢাকা: জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা করেন।

আইআরআই এর প্রতিনিধিদলে ছিলেন আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপ-পরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ।

বিজ্ঞাপন

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

সারাবাংলা/এফএন/এসএস

আইআরআই জামায়াত নেতা প্রতিনিধিদল সাক্ষাৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর