রংপুর: ৩০ অক্টোবরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের আশ্বাসে অনশন ভাঙলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা আমরণ অনশন শুরু করেছিলেন।
টানা তিনদিন ধরে চলা আমরণ অনশন ভাঙাতে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ডাব নিয়ে অনশনস্থলে আসেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। এ সময় শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলে তারা মেনে নিয়ে ডাব খেয়ে অনশন ভাঙেন।
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘ছাত্রসংসদ নির্বাচন আইন যাচাই ও চূড়ান্ত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি কর্তৃক গঠিত কমিটির প্রথম বৈঠক আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হবে। ৩০ অক্টোবরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হবে। কোনো কালবিলম্ব হবে না।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী আমরণ অনশনে বসেন। এদের মধ্যে সাত শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। সেই সাতজনের মধ্যে চারজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শিক্ষার্থীদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিষয়টি নেই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ ফি নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন।