যশোর: যশোরের ৪৯ বিজিবি কোটি টাকা মূল্যের পাঁচটি সোনারবারসহ এক পাচারকারীকে আটক করেছে। জব্দ সোনার বারগুলোর দাম আনুমানিক কোটি টাকা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আফছার আলী নামে এক সোনা পাচারকারীকে আটক ও সোনারবারগুলো জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে আফছার আলী নামে এক সোনা পাচারকারীকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে পাঁচটি সোনার বার পাওয়া যায়।
বিজিবি জানায়, জব্দ সোনার বারের ওজন ৬৬৩ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৯৭ লাখ ৫৪ হাজার ৫৬ টাকা। এই বারগুলো পাচারকারীর প্যান্টে বিশেষভাবে লুকানো ছিল। এ সময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক আফছার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, ঢাকা থেকে কলারোয়া হয়ে ভারতে পাচার করার জন্য বারগুলো নিয়ে যাচ্ছিল। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।