Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ০৯:৪৮

মরদেহ। প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ে সদর উপজেলার নয়নিবুরুজ রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে কসিমউদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সদর উপজেলার রেলস্টেশন এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।

মৃত কসিমউদ্দীন একই ইউনিয়নের পাছমাহিনা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কসিমউদ্দীন রাতে বোদা উপজেলার ঝলইশাল শিরি বাজার থেকে মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন। পথে নয়নিবুরুজ রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড়গামী দৌলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রেললাইনের ওপর পাথরে মোটরসাইকেলের স্লিপ কেটে পড়ে গিয়ে কসিমউদ্দীন মাথায় আঘাত পান এবং তাতেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনসালটেন্ট ডা. ইন্দ্রা শীষ সান্যাল জানান, ওই বৃদ্ধকে রাত ৯টার দিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান। তার মাথায় আঘাতজনিত কারণে কান দিয়ে রক্তক্ষরণ হয়, যা মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ

পঞ্চগড় মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর