Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১১:৪৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৩:৫৬

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত। ছবি: সারাবংলা

ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২০ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- দুপুরের মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সারাবাংলা/এফএন/ইআ

৩ নম্বর সতর্ক সংকেত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর