ঢাকা: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার কর্মীরা কাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হঠাৎ করেই বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।