Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৬:৪৫

কুষ্টিয়ায় বিএনপির পদবঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলন

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল, পৌর বিএনপির পুনঃ নির্বাচন ও আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতারা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্যে দেন- সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদারসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা।

বিজ্ঞাপন

এসময় পদবঞ্চিত নেতারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর