Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলান মালভূমিতে ইসরায়েলি বসতি স্থাপনের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৮:০৭

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরায়েলের কিছু অবৈধ বসতি স্থাপনকারী গোলান মালভূমির অসামরিকীকৃত অঞ্চলের কুনাইত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে।

বুধবার (২০ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বসতি স্থাপনকারী দলটি দখলকৃত সিরিয়ার গোলান মালভূমির নিরাপত্তা বেড়া অতিক্রম করে কুনাইত্রার বির আজম গ্রামে পৌঁছেছে।

ফুটেজে দেখা যায়, বসতি স্থাপনকারীরা তাদের সঙ্গে আনা কাঠের ছাঁচে কংক্রিট ঢালছে।

একটি ফ্রেমে সিরীয় ভূখণ্ডে প্রস্তাবিত বসতিটির নাম লেখা ছিল, ‘নেভে হাবাশান’।

বিজ্ঞাপন

বাথ শাসনের পতনের পর, ইসরায়েল সিরিয়ার বিভিন্ন প্রদেশে হামলা চালিয়েছে। একই সঙ্গে, তারা ১৯৭৪ সালের অসামরিকীকৃত অঞ্চলের ভেতরে ও বাইরে সামরিক ঘাঁটি এবং ফাঁড়ি স্থাপন করেছে। দেশটির দক্ষিণাঞ্চলের কুনাইত্রা প্রদেশে তারা টহলও পরিচালনা করে।

সারাবাংলা/এইচআই

ইসরায়েল গোলান ভূমি দখন