Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৯:০৯

বৈরাণ নদীতে শিশুর মরদেহের উদ্ধার অভিযান চলছে।

টাঙ্গাইল: জেলার গোপালপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামের বৈরাণ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু লোকনাথ চর শিমলা গ্রামের রঞ্জিতের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কয়েকজন শিশু মিলে বৈরাণ নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও লোকনাথ আর উঠে আসে না। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন, ‘আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।’

সারাবাংলা/এসডব্লিউ

পানিতে ডুবে মৃত্যু শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর