ঢাকা: গণতন্ত্র, দেশ ও নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে ইস্পাতের ন্যায় দৃঢ় ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আহ্বান জানান।
এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা এখনো রাস্তায় মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করা।’
অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘মাইলস্টোন ট্র্যাজেডির পর তদন্ত কমিটি গঠন করা হলেও এক মাস পেরিয়ে গেছে। এখনো তদন্তের ফলাফল প্রকাশ হয়নি। এটা জনগণের মনে প্রশ্ন তৈরি করেছে।‘
তিনি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘গণতন্ত্রকে রক্ষা করা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এখন জাতীয় দায়িত্ব। এজন্য সবাইকে ইস্পাতের মতো দৃঢ় ঐক্যে আবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত— শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, নুরে জান্নাত ইউশা এবং নিহত শিক্ষার্থী সারিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বুধবার বিকেলে নিহত ও আহত পরিবারের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও রুবেল আমিন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, সদস্য সচিব মোস্তফা জামান, বিএনপি নেতা এম কফিল উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, মিনার হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা।