Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ইউপি চেয়ারম্যান মাসুমের রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৯:৩৪

মাসুম আহমেদ।

নীলফামারী: জেলার ডোমারে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার নামীয় আসামি ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) দুপুরে আমলী ডোমার, নীলফামারী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন ডোমার থানার এসআই আবু জাফরের করা পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় গত ১১ আগস্ট মাসুম আহমেদকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছিল।’

সারাবাংলা/এসডব্লিউ

ইউপি চেয়ারম্যান মাসুম রিমান্ড