চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, চাঁদা না দেওয়ায় অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হামলা করেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামের ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম ইটভাটা ও আবাসন নির্মাণের ব্যবসা করেন। ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরীর বাসায় ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে প্রথমে দু’টি মোটরসাইকেলে ছয়জন অস্ত্রধারী যুবক জাহাঙ্গীরের বাড়ির সামনে যান। দুজন বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। তারা ভেতর থেকে বাড়ির মূল ফটক খুলে দিলে অন্যরা গুলি ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করেন। পিস্তল দিয়ে বাড়ির দোতলা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা আবার দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যান। এ সময় ওই বাড়িতে কেউ না থাকলেও প্রতিবেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিকেলে হাটহাজারী থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা গুলির খোসাসহ গুলিবর্ষণের বিভিন্ন আলামত ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, ওই বাড়ির দোতলার বারান্দায় জানালার কাচে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বাড়ির নিচে উঠোন থেকে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সেগুলো পুলিশ উদ্ধার করেছে।
ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ১৫ দিন আগে একটি বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। কিন্তু বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেননি। গুলিবর্ষণের ঘটনার পর তিনি মনে করছেন চাঁদাবাজরা চাঁদা না পেয়ে তার বাড়ি লক্ষ্য করে গুলি করেছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছি। অস্ত্রধারীদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তবে এ ঘটনায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ।