ঢাকা: মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।
বুধবার (২০ আগস্ট) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর উদ্দেশ্যে সিন্ডিকেট করে আট হাজার কোটি টাকা আদায়ের পর আত্মসাৎ করে বাড়ি ও জমি কিনে করে অঢেল সম্পদের মালিক হয়েছেন সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন। তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত।’
জসীম উদ্দিন খান বলেন, ‘রুহুল আমিন এর জনশক্তি রফতানির প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের জমির পরিমাণ ২৩১ কাঠা। এর দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। ওই জমিগুলোর ওপর ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত ওই সম্পত্তির ওপর ক্রোকাদেশ দেন।’
তিনি বলেন, ‘অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’