Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২০:৪৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২১:৪৪

প্রতীকী ছবি

নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের আতুশাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গাছের চারা কাটা নিয়ে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে জুয়েল এবং তার স্ত্রী রিনাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জুয়েলের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই জুয়েল মারা যান।

বিজ্ঞাপন

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

নরসিংদী নিহত মনোহরদী সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর