Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২১:২১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২৩:৩৪

নিহত কলেজছাত্র রাব্বি

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের নবিয়ালের ছেলে। সে সোনাপুর মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, রাব্বি মোটরসাইকেল যোগে বেরুলী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা পরামর্শ দেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর