রংপুর: তারাগঞ্জ উপজেলায় মব সৃষ্টির মাধ্যমে গণপিটুনিতে নিহত রুপলাল দাস ও প্রদীপ লালের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় নিহত রূপলালের স্ত্রী ভারতী রাণীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় স্থানীয় বিএনপির নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরিবার দু’টির ভরণ-পোষণের আশ্বাস দেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রত্যাশী আইনজীবী গোলাম রছুল বকুল।
এ সময় গোলাম রছুল বকুল বলেন, ‘বিএনপি মব জাস্টিসে বিশ্বাস করে না। মব জাস্টিসে যারা জড়িত তাদের বিচার চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহতের পরিবারের দায়িত্ব গ্রহণ করছেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে দেখভালের দায়িত্ব দিয়েছেন।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।