ভারতে নিযুক্ত রাশিয়ার বাণিজ্যবিষয়ক ডেপুটি প্রতিনিধি এভজেনি গ্রিভা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া ভারতকে তেল সরবরাহ অব্যাহত রাখবে। এই তেল এখন থেকে ৫ শতাংশ ছাড়ে সরবরাহ করা হবে।
বুধবার (২০ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গ্রিভা আরও বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারত প্রায় একই পরিমাণ তেল আমদানি করবে। ছাড়ের বিষয়টি একটি বাণিজ্যিক গোপনীয়তা। সাধারণত এটি ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ওপর নির্ভরশীল এবং সাধারণত ৫ শতাংশের আশেপাশে থাকে। এটি ওঠানামা করতে পারে, কিন্তু সাধারণত প্লাস-মাইনাস ৫ শতাংশ ‘
এ সময় রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন বলেন, ‘‘যদিও এটি নয়াদিল্লির জন্য একটি ‘চ্যালেঞ্জিং পরিস্থিতি’, আমাদের সম্পর্কের প্রতি আমাদের আস্থা আছে।’’
তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত যে বাইরের চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে।’
যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়নের অভিযোগ এনেছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছিলেন, ‘ভারত রাশিয়ার তেলের জন্য একটি বৈশ্বিক ক্লিয়ারিংহাউস হিসেবে কাজ করছে, যা নিষিদ্ধ অপরিশোধিত তেলকে উচ্চ-মূল্যের রফতানি পণ্যে রূপান্তরিত করছে এবং মস্কোকে তার প্রয়োজনীয় ডলার সরবরাহ করছে।’
এর আগে যুক্তরাষ্ট্র মস্কোকে এবং যেসব দেশ তাদের তেল কেনে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিল। রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে চীন এবং ভারত শীর্ষ দুটি দেশ।