Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫ ২২:৪৮ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ০৯:৩৭

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। বুধবার (২০ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার সময়সীমা এক মাস বাড়িয়ে একটি নতুন নোটাম জারি করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভারতীয় এয়ারলাইনস দ্বারা পরিচালিত কোনো বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ভারতীয় মালিকানাধীন বা লিজ নেওয়া সামরিক ও বেসামরিক বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’

পেহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার জেরে প্রাথমিকভাবে ২৩ এপ্রিল এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এই পদক্ষেপের কারণে ভারতীয় বিমান সংস্থা এবং বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডের ওপর দিয়ে উড়তে পারছিল না। এর কয়েক দিন পর, ৩০ এপ্রিল, ভারতও পাকিস্তানি বিমান ও এয়ারলাইনসগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে পালটা ব্যবস্থা নেয়।

বিজ্ঞাপন

এই পালটাপালটি নিষেধাজ্ঞা প্রথমবার ২৩ মে বাড়ানো হয়েছিল।

সারাবাংলা/এইচআই

আকাশসীমা নিষেধাজ্ঞা ভারত-পাকিস্তান ভারত-পাকিস্তান উত্তেজনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর