Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ‘নতুন ক্রিকেটারের খোঁজে’ প্রতিভা অন্বেষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২৩:৩২

তিন দিনব্যাপী প্রতিভা অন্বেষণের উন্মুক্ত ট্রায়ালে অংশ নেন জেলার ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল: নতুন ক্রিকেটার খুঁজে বের করতে টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রতিভা অন্বেষণ কার্যক্রম। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বুধবার (২০ আগস্ট) সকালে শহীদ মারুফ স্টেডিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক সদর শাখার ম্যানেজার আহম্মদ মুক্তাদির রহমান। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দিন, ক্রিকেট কোচ ইসলাম খান, মহিলা ফুটবল কোচ কামরুনাহার খান মুন্নি, সাবেক ক্রিকেটার রিপন কুমার সরকার, রায়হান ইমন, নির্মল চন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও ক্রিকেট কোচ ইসলাম খান জানান, অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৮ জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ২০, ২১ ও ২২ আগস্ট এ প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলার ১২টি উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ২৫০ জন ক্রিকেটার উন্মুক্ত ট্রায়ালে অংশ নিচ্ছে।

সারাবাংলা/এসএস

‘নতুন ক্রিকেটারের খোঁজে’ অন্বেষণ টাঙ্গাইল প্রতিভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর