Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উলটে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ০৮:৫৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১১:১০

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির প্রাইভেট কার উলটে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে,  আজ সকাল ৬টার দিকে প্রাইভেটকারটি সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

নগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাইভেটকারটি মাওয়ার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কে উলটে যায়।

বিজ্ঞাপন

এতে প্রাইভেটকারে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও দুইজন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সারাবাংলা/ইআ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিহত ৩