Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৩:৫৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৭:৪০

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এতে সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর আগেও এ প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর রেকর্ড রয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ করে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এরপর তা দেড়টা গড়ায়। এখন দুইপক্ষ দুইদিকে অবস্থান করছে। নিউমার্কেট থানা পুলিশ খবর পেয়ে নিরাপত্তা জোরদার করে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মাহফুজুল হক সারাবাংলাকে বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

আহতের বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন। এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।

সারাবাংলা/ইউজে/ইআ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সিটি কলেজ