Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৬:০৮

ঢাকা: চট্টগ্রামের চকবাজারে শোরুম চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল ব্র্যান্ড ট্রান্সকম ডিজিটাল। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই শোরুমটির উদ্বোধন করা হয়।

ব্যস্ততম এই ব্যবসায়িক এলাকায় নতুন শোরুমের মাধ্যমে গ্রাহকরা পাবেন শতভাগ আসল পণ্য, বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সমাহার এবং ট্রান্সকম ডিজিটালের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক, যেখানে রয়েছে ‘গ্লোবাল টেকনোলজি, লোকাল প্রাইস।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন। ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলাম, হেড অফ বিজনেস মি. রিতেশ রঞ্জন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ট্রান্সকম ডিজিটাল দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করেছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সেবা দিয়ে। চট্টগ্রামের এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্রে নতুন শোরুম উদ্বোধন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং আধুনিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করবে।

হেড অফ বিজনেস মি. রিতেশ রঞ্জন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাজারগুলোর একটি। চকবাজারের নতুন শোরুমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে নিয়ে যাচ্ছি বিশ্বমানের প্রযুক্তি, বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং শতভাগ আসল পণ্যের নিশ্চয়তা। এই সম্প্রসারণ আমাদের গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে।

সারাবাংলা/ইএইচটি/এসআর

উদ্বোধন চট্টগ্রাম ট্রান্সকম