Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৬ মাস পর চাল আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৭:১৮

ভোমরা স্থলবন্দর।

সাতক্ষীরা: ছয় মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পুনরায় ৯৬০ টন চাল দিয়ে আমদানি শুরু হয়েছে। গত মঙ্গলবার (১৯ আগস্ট) প্রথম দিন এ চাল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল হোসেন জানান, ২০২৪-২০২৫ অর্থবছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ভোমরা বন্দরে চাল আমদানি বন্ধ হয়ে যায়। এর ছয় মাস পর ১৯ আগস্ট থেকে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে।

রাসেল হোসেন বলেন, ‘চাল আমদানিতে ব্যবসায়ীরা বেশ আগ্রহী। দ্বিতীয় দিনে আরও বেশি পরিমাণ আমদানি হবে বলে ধারণা করছি।

এদিকে ভোমরা বন্দরে চাল আমদানি শুরু হলেও এর প্রভাব পড়েনি স্থানীয় চালের বাজারে। সাতক্ষীরা সদরের বকচরা এলাকার চাল ব্যবসায়ী আইয়ুব হোসেন জানান, গতকাল খুচরা বাজারে মিনিকেট প্রতিকেজি ৬৮ টাকা, ব্রি ২৮ চাল প্রতিকেজি ৬২ টাকা ও মোটা চাল ৫২ টাকা দরে বিক্রি করেন। এক থেকে দেড় মাস ধরে এ দরে চাল বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

তবে সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আশা প্রকাশ করে বলেন, দু-একদিনের বাজারে চাল আমদানির প্রভাব পড়বে।

সারাবাংলা/এনজে

চাল আমদানি শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর