Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই গণহত্যা
জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণার নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৭:০১ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৮:৪০

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে এ প্রতিবেদনকে ‘জুলাই রেভ্যুলেশন-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রিটকারী আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, “কেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না- এর ব্যাখ্যাও চাওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

এর আগে, গতবছরের ১৩ আগস্ট এ বিষয়ে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী। রিটে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা ও জুলাই-আগস্ট গণহত্যায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনার দাবি জানানো হয়। প্রাথমিক শুনানি শেষে গত ১৫ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। রুলে কেন দেশের নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের জন্য নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দল। প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক আন্দোলনকারীর সঙ্গে কথা বলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

সারাবাংলা/আরএম/পিটিএম

ঐতিহাসিক দলিল জুলাই গণহত্যা নির্দেশ হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর