Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৪ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৮:১৫

নিহত রাকিব হোসেন

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়ার চারদিন পর এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম রাকিব হোসেন (১৫)। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন মাহাবুব (৩২) ও আব্দুল কুদ্দুস (৩৫)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের একটি আখখেত থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার (১৮ আগস্ট) সে নিখোঁজ হয়েছিল।

নিহত রাকিব হরিনারায়নপুর সরকারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বিকেলে রাকিব তার অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় অপহরণ মামলা করেন। এর পরদিন সকালে এক অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে হরিহরপুর থেকে তার অটোরিকশা এবং একটি বাঁশঝাড় থেকে রিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহত রাকিবের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে আসামি মাহাবুব ও আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাকিবকে হত্যার কথা স্বীকার করেছে।

‎মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘গ্রেফতার দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আখক্ষেত থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ড চারদিন আগে হওয়ায় মরদেহ পচন ধরেছে। অটোরিকশার ব্যাটারি ছিনতাই করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।‎

মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত দুই আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আখখেত থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। চারদিন আগের ঘটনা হওয়ায় মরদেহ পচে গিয়েছিল। অটোরিকশার ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি জানান।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসআর

নিখোঁজ নিহত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর