ঢাকা: চার ঘণ্টা সফল অস্ত্রোপচারের পর জন্মগতভাবে জোড়া লাগা ৮ মাস বয়সী জমজ শিশু জুহি ও রুহিকে সফলভাবে আলাদা করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) শিশু সার্জারি বিভাগের (ইউনিট-২) অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলি বিষয়টি জানিয়েছেন। এই অস্ত্রোপচারে তিনি ছাড়াও শিশু সার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা অংশ নেন।
ডা. কানিজ হাসিনা বলেন, ‘গত ২৪ জুন চার ঘণ্টা সফল অস্ত্রোপচার করে তাদের পৃথক করা হয়। জোড়া লাগানো দুই শিশু গত ১৩ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি হয়। যেহেতু তারা ছোট ছিল তাই অবজারভেশনে রেখে মেডিকেলে বোর্ড গঠন করার পর চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচারের পর দুই শিশুকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) রাখা হয়। দীর্ঘ সময় ধরে নিবিড় পর্যবেক্ষণ, বিশেষায়িত চিকিৎসা ও সেবার পর বর্তমানে তারা সুস্থ আছেন। সুস্থ অবস্থায় আজ তাদের ছুটি দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘নীলফামারীর রিকশাচালক বাবা ও গৃহিণী মায়ের দ্বিতীয় সন্তান জুহি ও রুহিকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সামগ্রীর সহায়তা দিয়েছে।’ এই সফলতার জন্য পুরো চিকিৎসক টিম, নার্স ও হাসপাতালসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ডা. কানিজ হাসিনা।