Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস থেকে গাঁজাসহ ২ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৯:২৫

বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কে নাবিল পরিবহনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মহাসড়কের ছোনকা এলাকার নাবিল পাম্পে যাত্রা বিরতির সময় বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলার রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও রিমন হোসেনের ছেলে পলাশ আহমেদ (২৭)।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী পাম্পে যাত্রা বিরতি দিলে পুলিশ সেখানে তল্লাশি চালায়। এ সময় যাত্রী বেশে থাকা দুইজনের সঙ্গে থাকা স্কুলব্যাগ ও একটি বস্তা থেকে ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

আটক গাঁজা বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর