নাটোর: নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোসলেমপুর গ্রামের বাসিন্দা মো. মাসুম শেখ (২৩), মো. আদিল শেখ (৩৩) ও মো. জাহিদুল ইসলাম (২৯)। আটকদের আইনানুগ ব্যবস্থা নিতে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় ইজারা পেলেও, মোল্লা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করে লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
চর জাজিরায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি ও শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এতে নদীভাঙন এবং লালপুর শহরসহ আশেপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ করলে সেনাবাহিনী দ্রুত অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
লালপুর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।