রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকার যদি বিচার ও সংস্কার প্রক্রিয়াকে উপেক্ষা করে নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে তা বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রূপান্তর আনতে ব্যর্থ হবে। তাই নির্বাচনের আগে সংস্কার ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রংপুরের হারাগাছ এলাকায় নিজ নির্বাচনি এলাকায় এক পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন জানান, সরকার চাইলে যেকোনো সময় নির্বাচনের আয়োজন করতে পারে। তবে, নির্বাচনের পূর্বে সকল সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগের ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘নতুন সংবিধান প্রণয়নের প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচন আয়োজন করা হলে এনসিপি তাকে স্বাগত জানাবে।’
অভ্যুত্থানের পর দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় পরিবর্তন এসেছে জানিয়ে আখতার হোসেন বলেন, ‘গণপরিষদ নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো প্রণয়নে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্রুত গণপরিষদ নির্বাচনের পদক্ষেপ নিলে আমরা তা সমর্থন করব।’