Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতা‌লির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২৩:০০ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ২৩:২৮

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ফাইল ছবি

ঢাকা: রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর আপাতত বা‌তিল ক‌রে‌ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ৩০ আগস্ট দুই দি‌নের সফ‌রে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। মেলোনির সফর ঘি‌রে ঢাকার প্রস্তু‌তি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার স‌ঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তু‌তিও ছিল।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশ দি‌য়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। ত‌বে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর‌ছে ইতা‌লি। সেই ব‌্যস্ততার কার‌ণে এশিয়া সফর বা‌তিল ক‌রে‌ছেন ইতালির প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/পিটিএম

ইতালির প্রধানমন্ত্রী সফর বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর