Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৬ ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন করবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৫ ০৯:৪৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ১২:০৫

২০২৬ বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবক নেবে ফিফা

ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষের পথে আয়োজক দেশগুলোর। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এবার স্বেচ্ছাসেবক বাছাই প্রক্রিয়া শুরু করল ফিফা। এক বার্তায় তারা জানিয়েছে, আগামী বিশ্বকাপের জন্য ৬৫ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেবেন তারা।

ফুটবল বিশ্বকাপের প্রতি আসরেই বহু সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দেয় ফিফা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো থাকছে আয়োজক দেশ হিসেবে। ৪৮ দলের এই বিশ্বকাপে থাকছে ১৬ ভেন্যু ও ১০৪টি ম্যাচ।

বিশাল এই আয়োজনের জন্য তাই অন্য যেকোনো বারের চেয়ে বেশি সংখ্যক স্বেচ্ছাসেবী প্রয়োজন হবে। ফিফা তাই বাছাই প্রক্রিয়া শুরু করল খানিকটা আগে থেকেই।

বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক হওয়ার জন্য অভিজ্ঞতার কোনো দরকার নেই। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং ইংরেজি জানতে হবে।

ফিফা জানিয়েছে, মাঠ পরিচালনা, দর্শকদের সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন স্বেচ্ছাসেবকরা। তাদের কাজ করতে হবে স্টেডিয়াম, অনুশীলন মাঠ, বিমানবন্দর, হোটেল এবং বিশ্বকাপ–সংশ্লিষ্ট বেশ কিছু জায়গায়।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, প্রাণ ও হাসি। তারা নিজেদের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে পারে। টুর্নামেন্টের অন্তরালের দৃশ্য কাছ থেকে দেখার সুযোগ পায় এবং এমন সব স্মৃতি ও বন্ধুত্ব তৈরি করে, যা আজীবন থেকে যায়। একই সঙ্গে তারা ঐতিহাসিক আয়োজনকে সফল করতে সহায়তা করে। আমরা চাই আগ্রহী প্রার্থীরা ২০২৬ সালে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বকে স্বাগত জানাক।’

আসন্ন বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে ফিফার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর। যাদের আবেদন গৃহীত হবে, তাদের ‘ভলান্টিয়ার টিম ট্রাইআউটে’ অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। এই বছরের অক্টোবরে এটি শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। চূড়ান্তভাবে বাছাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ হবে আগামী বছরের মার্চে।

স্বেচ্ছাসেবক বাছাইপর্বে বিস্তারিত তথ্য

কাজের ক্ষেত্রঃ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬ শহর।

কাজের সময়কালঃ ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ (মোট ৬ সপ্তাহ)।

কাজের পালাঃ ৮ শিফট।

বয়সঃ ন্যূনতম ১৮ বছর হতে হবে।

ভাষাগত দক্ষতাঃ ইংরেজি জানা বাধ্যতামূলক। কানাডায় কাজের জন্য ফরাসি ভাষা এবং মেক্সিকোয় কাজের জন্য স্প্যানিশ ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা।

অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই।

আবেদনের সময়সীমাঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

আবেদনের ঠিকানাঃ https://www.fifa.com/en/tournaments/mens/worldcup/canadamexicousa2026/volunteers

সারাবাংলা/এফএম

২০২৬ ফিফা বিশ্বকাপ স্বেচ্ছাসেবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর