ঢাকা: রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ছেলে মেজবাহ উদ্দিন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে বার্ন ইনস্টিটিউটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মেজবাহ উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।
মেজবাহ উদ্দিনের মৃত্যু নিশ্চিত করে চিকিৎসক জানান, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। বর্তমানে মোসলেম উদ্দিন শরীরের ৯০ শতাংশ ও সালমা বেগম ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক।
দগ্ধদের স্বজনরা হাসপাতালে জানান, গেন্ডারিয়ার ওই বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে ট্রান্সফরমারে একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন পরিবারটির তিন সদস্য। ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার লিমা খানম জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গেন্ডারিয়ায় দুইটি ইউনিট পাঠানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন যেয়ে ৩টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্নার চুলা থেকে চারটি ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।