ঢাকা: আমদানির কারণে বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ৫ থেকে ১০ টাকা কমে পেঁয়াজ এখন ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে বাজারে সবজির উত্তাপ কিছুতেই কমছেনা। গেল কয়েকমাস ধরেই বেশি কিছু সবজির দাম ১০০ টাকার উপরে রয়েছে। মুরগির দামও কিছুটা বাড়তির দিকে। ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে। আর ডিমের ডজন সর্বোচ্চ ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি রয়েছে মাছের বাজারও।
শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার, বিজয় সরণীর কলমিলতা, মহাখালীর বউবাজার ও শেওড়াপাড়ার ইব্রাহিমপুর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর শেওড়াপাড়ার বেশ কয়েকটি বাজারে দেখা গেছে, ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিজয়সরণীর কলমিলতায় ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কারওয়ান বাজারে পাইকারিতে ৬২ থেকে ৬৮ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

৭০ থেকে ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। ছবি: সারাবাংলা
কারওয়ান বাজারের পেঁয়াজ আড়তদার গৌতম বাবু সারাবাংলাকে বলেন, দেশি পেঁয়াজ পাইকারিতে ৬২ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কিছুদিন ধরে যথেষ্ট পেঁয়াজ পাচ্ছি না। আগে প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ নামতো, এখন অনেক দিন একটা ট্রাকও আসে না। ভারত থেকে আমদানি কমে যাওয়ার পর স্থানীয় বাজারের ওপর চাপ বেড়েছে, অথচ কৃষকের ঘরে যে পরিমাণ মজুত আছে তা বাজারের চাহিদা মেটানোর মতো নয়। এই ঘাটতির কারণে পাইকারি পর্যায়ে দাম বাড়ছে, স্বাভাবিকভাবেই খুচরাতেও অস্থিরতা তৈরি হচ্ছে।
আরেক পাইকারি হাশেম বলেন, আগে যেখানে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় কেনা যেত, এখন সেটি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় কিনতে হচ্ছে। আমরা ৬০ থেকে ৬৮ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছি। তবে খুচরা বাজারে ৭৫ টাকার নিচে পেঁয়াজ পাওয়া দুরুহ হয়ে দাঁড়িয়েছে।

বিভিন্ন সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতা। ছবি: সারাবাংলা
এদিকে, বাজারে বেশ কিছু সবজি ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বেশিরভাগ সবজিই ৮০ টাকার উপরে রয়েছে। আলু ২৫ টাকা ও পেপে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে ঢেরশ ও পটল বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। এছাড়া বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গার, ধুন্দল কাঁকরোলের দাম বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এখন কাঁচামরিচের দামও অনেক চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত। কয়েকদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। বাজারে এখন প্রতি পিস চালকুমড়া ৭০ টাকা, লাউ ১০০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়ার ফালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।
এছাড়া, বাজারে এখন প্রতি ডজন ডিম ১৪০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মাস খানেক আগেও প্রতি ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। আর পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে, যেখানে কয়েক সপ্তাহ আগেও ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।