Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ: যুবদলের ২ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৩:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফাইল ছবি

পঞ্চগড়: জেলার তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম।

বহিষ্কৃতরা হলেন- ৭ নম্বর দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল এবং ৩ নম্বর তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

তথ্যসূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সোমবার (১৮ আগস্ট) নাজমুল ইসলাম সোহেলকে এবং বৃহস্পতিবার আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে সই করেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে খন্দকার আবু নোমান এনাম বলেন, ‘তদন্তে দুজনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল দল ও পরিচ্ছন্ন পরিবেশ চাই।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলাও রয়েছে। শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি এবং ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

২ নেতা বহিষ্কার যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর