Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসু নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে অনলাইন প্রোপাগান্ডা: সাদিক কায়েম

ঢাবি করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৬:৫০ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ১৮:২৭

কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও ডাকসুর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে অনলাইন প্রোপাগান্ডা শুরু হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও ডাকসুর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

শুক্রবার (২২ আগস্ট) তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ দাবি করেন।

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে অনলাইনে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত ট্যাগিং, মিথ্যাচার, অপপ্রচার, চরিত্রহনন ও অমর্যাদাকর প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিশেষ করে নারী প্রার্থীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে—যা কেবল নৈতিকভাবে ঘৃণিতই নয়, বরং রাজনীতির সুস্থ ধারা ও শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধেরও পরিপন্থী।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই-পরবর্তী সময়ে রাজনীতিতে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাকে উৎসাহিত করা উচিত। শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ধরনের প্রতিযোগিতা রাজনৈতিক সৌন্দর্যের অংশ, এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তবে সেই প্রতিযোগিতা হতে হবে ভ্রাতৃত্ব, যুক্তি, মূল্যবোধ ও ন্যায্যতার ভিত্তিতে—ঘৃণা, মিথ্যাচার ও চরিত্রহননের মাধ্যমে নয়। তাই এ ধরনের হীন, নোংরা ও অনৈতিক কর্মকাণ্ড আমাদের অবশ্যই পরিহার করতে হবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে ভিন্নমত থাকবে, কিন্তু বৈরিতা থাকবে না; প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শত্রুতা থাকবে না।’

সারাবাংলা/কেকে/এনজে

অনলাইন প্রোপাগান্ডা ডাকসু নির্বাচন সাদিক কায়েম