Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় মসজিদের ইমাম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৭:১৩

গ্রেফতার অভিযুক্ত মো. আলামিন।

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁয়ের পাগলা থানা এলাকায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. আলামিনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গ্রেফতার আলামিন পাগলা থানার বাগবাড়ী আল মদিনা জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি উপজেলার পাগলা থানার লংগাইর বাগবাড়ী গ্রামের মৃত মাওলানা আবুল কালাম আজাদীর ছেলে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল নয়মুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৩১ জুলাই সকালে শিক্ষার্থীদের পাঠদান শেষে ভুক্তভোগী শিক্ষার্থীকে ঘর পরিস্কারের জন্য থাকতে বলেন আলামিন। পরে ঐ শিক্ষার্থী ঝাড়ু আনতে গেলে মাদরাসার কক্ষ আটকে প্রাণ নাশের হুমকি দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন আলামিন। ঘটনার পরপরই পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করলে ময়মনসিংহের র‌্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির ব্যবহার করে র‌্যাবের আভিযানিক দল অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সিলেটের র‌্যাব-৯ এর সহযোগিতায় গতরাতে সিলেট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এনজে

গ্রেফতার ধর্ষণ মামলা মসজিদের ইমাম মাদরাসাছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর