Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন পর একজনের দেহে করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৯:৫১ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২১:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: দেশে ৫ দিন পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। তার আগে সর্বশেষ গত ১৬ আগস্ট একজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছিল।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩১টি নমুনা পরীক্ষা করে ১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৭২ জনে। এর মধ্যে চলতি বছরে ৭২৭ জন।

এছাড়া, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চলতি বছরে দাড়িয়েছে ৩১ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৫৩০ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এসএস

করোনা শনাক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর