ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা উপত্যকাকে ধ্বংস করার হুমকি দিয়ে বলেছেন, খুব শিগগিরই গাজার হামাস হত্যাকারী ও ধর্ষকদের ওপর জাহান্নামের দরজা খুলে যাবে—যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তে রাজি হচ্ছে।
শুক্রবার (২২ আগস্ট) এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। ইসরায়েল যখন গাজায় আরও বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে, তখনই এই সতর্কবার্তা এলো।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, হামাস যদি ইসরায়েলের শর্ত মেনে নিরস্ত্রীকরণ না করে, সকল জিম্মিকে মুক্তি না দেয় এবং যুদ্ধ শেষ না করে, তাহলে এই হুমকি কার্যকর হবে।
তিনি আরও বলেন, যদি হামাস রাজি না হয়, তাহলে তাদের রাজধানী গাজা শহর রাফাহ এবং বেইত হানুনের মতো হয়ে যাবে। উল্লেখ্য, ইসরায়েলের পূর্ববর্তী সামরিক অভিযানে এই দুটি শহর প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে গাজা শহর দখলের অনুমোদন দেওয়ার একদিন পরই কাটজের এই মন্তব্য আসে। নেতানিয়াহু গাজায় থাকা সকল জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে অবিলম্বে আলোচনার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘হামাসের শক্ত ঘাঁটি গাজা শহর দখল ও ধ্বংস করার অভিযানের সঙ্গেই জিম্মিদের মুক্তির বিষয়টিও চলবে।’
এএফপির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের হামলায় ৬২ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।