Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ২১:৩৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১১:১৭

প্রতীকী ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর মো.ফারুক (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো: ফারুক একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. খোকনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফারুক মানসিক সমস্যাগ্রস্ত ছিল। একাধিকবার পরিবারের লোকজন তাকে চিকিৎসা করান। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখাঁজ ছিলেন। বিকেল ৫টার দিকে উপজেলার নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টর পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর