পঞ্চগড়: পঞ্চগড়ের চাঞ্চল্যকর জাবেদ উমর জয় হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে দিনাজপুর শহরের বড়মাঠ এলাকা থেকে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতার আসামিরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার বাসিন্দা মো. নূর রাব্বী, মো. আবু তালেব এবং মো. কামাল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জাবেদ উমর জয়কে মোবাইল ফোনে ডেকে নেয় অভিযুক্তরা। পরে পঞ্চগড় জেলা শহরে সিনেমা হল মার্কেট এলাকার সামনে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাবেদকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে জড়িত ছিল। ভিকটিম জাবেদ ও তার বন্ধুরা এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। ধারণা করা হচ্ছে এরই জের ধরে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।