যশোর: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে রাজনীতি আজ পেশিশক্তি ও কালো টাকার প্রভাবে কলুষিত। কোটি কোটি টাকা খরচ করে এমপি নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করার সংস্কৃতি তৈরি হয়েছে, এসব বন্ধ করতে হবে।
শুক্রবারর (২২ আগস্ট) বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে ‘১৮-এর কোটা সংস্কার থেকে ২৪-এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
জেলা সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নুরুল হক নুর বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতিতে এসেছে। আওয়ামী লীগ এখন দেশের রাজনীতিতে অচল মাল, তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘পুলিশসহ সব সংস্থায় স্বচ্ছ পদোন্নতির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এনে উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’
ক্ষমতার সবকিছু দখলে রাখার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা একা ক্ষমতায় যেতে চান, একা ক্ষমতার সবকিছু ভোগ করতে চান—হাসিনাকে দেখে শিক্ষা নিন।’ একইসঙ্গে সকল রাজনৈতিক দলের প্রতি ঐক্যমতের আহ্বান জানান নুর।