Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দুলবাড়ীয়ার সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ২৩:৪০ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২৩:৪২

শেখ শফিকুল ইসলাম মোক্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তারকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে তিনি গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার নির্দেশনায় নাশকতা মামলার আসামি হিসেবে শেখ শফিকুল ইসলাম মোক্তারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার শেখ শফিকুল সাবেক