সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশায় যাত্রীবাহী নৌকা ডুবে দুইজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ধারাম হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- ইসরাত আক্তার (৭) ও লিয়াকত আলী (৫০)। লিয়াকত আলী পেশায় একজন ঘটক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে নতুন নববধূ দেখতে একটি যাত্রীবাহী নৌকায় রওনা হন ঘটক লিয়াকত আলী। মহেষপুর যাওয়ার পথে ধারাম হাওরে পৌঁছালে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নৌকায় থাকা সাতজনের মধ্যে পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠলেও ওই ঘটকসহ দুইজন নিখোঁজ হন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, ধারাম হাওরে নৌকা ডুবে দুজন নিখোঁজ রয়েছেন।
ধর্মপাশা ফায়ারসার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী বলেন, ‘ধারাম হাওরে নৌকাডুবি হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। যে দুজন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’