ঢাকা: জুলাই জাতীয় সনদ নামকরণের মাধ্যমে জুলাইয়ের আন্দোলনকে হালকা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয় রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল শুধুমাত্র ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য, সংস্কারের জন্য, ও রাষ্ট্র পুনর্নির্মাণের জন্যই মানুষ রাস্তায় নেমে এসেছিল। তবে জুলাই জাতীয় সনদ নামকরণের মাধ্যমে জুলাই সনদের তাৎপর্য ও জুলাইয়ের ত্যাগ অবদান ও লড়াই সংগ্রামকে খাটো করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে সংস্কার, নতুন সংবিধান বাস্তবায়ন ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই বলেও তিনি দাবি করেন।