Saturday 23 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিছু আইনজীবীর কারণে প্রশ্নের সম্মুখীন হচ্ছে পুরো আইনজীবী সমাজ’

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ১৫:১৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ ১৯:০৮

বার কাউন্সিল ভবনের বর্ধিত সভায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঢাকা: কিছু আইনজীবীর কারণে পুরো আইনজীবী সমাজ প্রশ্নের সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘সম্প্রতি আইনজীবীদের নিয়ে দুটি ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি পটুয়াখালীর। যেখানে কর্মরত একজন পিপির বিরুদ্ধে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন একজন জজ। আরেকটি হলো, একজন আইনজীবীর বাসায় দুই গৃহকর্মী শিশুকে নির্যাতনের ঘটনা। এসব ঘটনায় মামলা হয়েছে। তবে বার কাউন্সিল এখন থেকে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করবে না।’

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত বার কাউন্সিল ভবনে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাজল বলেন, ‘আইনজীবীরা সমাজে অন্তত প্রতিনিধি হিসেবে বিবেচিত হওয়ার কথা। দুর্ভাগ্যবশত নানা কারণে আমরা সমাজের কাছে দায়ী। আমরা অনেক সময় নিজেদের সম্মান ধরে রাখতে পারছি না। বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে কিছু অভিযোগ প্রতিনিয়ত আইনজীবীদের কাছ থেকে পেয়ে থাকি। আমরা যখন আমাদের সুরক্ষার জন্য আইনের জন্য দাবি করবো। ঠিক একই সময়ে আইনজীবীরা নিজেদের নীতি-নৈতিকতা, সততা-কর্মদক্ষতা, পেশা ও পেশাদারিত্বের ব্যাপারে সবসময় সচেতন থাকবেন বলে আশা করেন মানুষ।’

সভায় বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনসহ বার কাউন্সিলের সদস্য, বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার, বাংলাদেশের সব আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিল